বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি রফতানি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাপান সেলের কার্যক্রম প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করা হবে।
মূল উদ্যোগসমূহ
জাপান ডেস্ক চালু করা হয়েছে, যার কাজ হবে শ্রমবাজার অনুসন্ধান, কর্মসংস্থানের সুযোগ চিহ্নিতকরণ, ভাষা প্রশিক্ষণ, তথ্যসংগ্রহ এবং জাপানি দফতরের সঙ্গে সমন্বয়।
ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশন (এনবিসিসি), জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লিমিটেড (জেবিবিআরএ) এবং কাইকম ড্রিম স্ট্রিট বিডি কোম্পানি লিমিটেড (কেডিএস)-এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করা হয়েছে।
নির্দিষ্ট দক্ষ কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের জাপানে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দক্ষ নার্সিং সেবা প্রদানের জন্য কেডিএস গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কার্যক্রম চালু হবে।
ভাষা ও দক্ষতা উন্নয়ন
৩৬টি কলেজে এন৫ লেভেলের এবং ১৬টি কলেজে এন৪ লেভেলের জাপানি ভাষা কোর্স চালু।
জাপান ফাউন্ডেশন শিগগিরই প্রশিক্ষক পাঠাবে।
অনলাইনে জাপানি ভাষা পরীক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।
ভাষা প্রশিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হয়েছে।
অন্যান্য সিদ্ধান্ত
নতুন ওয়েবসাইট ও ফেসবুক পেজ চালু করা হয়েছে (bd2japan@probashi.gov.bd)।
জাপানিজ ভাষা শিক্ষার্থীদের জন্য লোন সুবিধা চালুর উদ্যোগ।
ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস (ভিএফএস)-এর সমস্যা সমাধান।
অতিরিক্ত ভাষা পরীক্ষাকেন্দ্র স্থাপন (বিইউপি, নর্থ সাউথ, আইইউবি, বিকেটিটিসি, বিজিটিটিসি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়)।
২০২৭ সাল থেকে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামের (টিআইটিপি) পরিবর্তে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন (ইএসডি) কার্যক্রম চালু হবে।
জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন সংযোগ
আগামী ৪ ও ৭ নভেম্বর টোকিও ও নাগোইয়াতে বাংলাদেশি সেন্ডিং অর্গানাইজেশন ও জাপানি নিয়োগকর্তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের অনুষ্ঠান হবে। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে নতুন দ্বার উন্মুক্ত হবে।
📌 মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন—
“জনশক্তি রফতানির মাধ্যমে জনগণের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনই আমাদের লক্ষ্য। জাপান ডেস্কের মাধ্যমে আমরা এ লক্ষ্য অর্জনে সক্ষম হবো।”