সোহেল রানা যশোর : যশোর সরকারি সিটি কলেজে নাগরিক অধিকার নিয়ে ‘গণতন্ত্র ও সুশাসন’ বিষয়ক একটি কর্মশালা হয়েছে। বুধবার বেলা ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কলা ভবনের একটি কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় ইয়ুথ লিডার নিশাত আফরিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুর রহীম। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার সম্পর্কে বক্তব্য রাখেন আকাশ রায়। গণতন্ত্র ও সুশাসন বিষয়ক এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সরকারি সিটি কলেজ শাখার কোঅর্ডিনেটর অপু দেবনাথ।
তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা করেন খালিদ হাসান মৃধা। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের যশোর জেলা কোঅর্ডিনেটর মেহেদী মেহেরাব ও দৈনিক রানারের প্রতিবেদক উবাঈদুল হুসাইন আল সামি। কুইজ সেশন পরিচালনা করেন সুমাইয়া খাতুন ও চম্পা দেবনাথ। কুইজের পুরস্কার বিজয়ী হন- প্রদীপ রায়, ঐতিহ্য ও সমাপ্তি রায় কুন্ডু। সবশেষে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।