রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি প্রথমে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রীতি অনুযায়ী সরকারিভাবে বিদেশ সফর শেষে সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে এ বিষয়ে অবহিত করেন।
বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান। ২৭ আগস্ট রাতে দেশে ফেরার পর আইএসপিআর জানায়, সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কৌশলগত সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবর্তন, সামরিক শিল্প উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চীন সফরে তিনি পিএলএ সদর দফতরে গার্ড অব অনার গ্রহণ করেন এবং জেনারেল চেন হুইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডিফাংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়। সফরকালে সেনাপ্রধান বিভিন্ন সামরিক গবেষণা কেন্দ্র, প্রশিক্ষণ একাডেমি এবং আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।