মুকসুদপুর প্রতিনিধি
মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান, ইসলামী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মোহাম্মদ জাকের হোসাইন এবং ব্যাংক এশিয়া পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক সঞ্জয় কুমার সাহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মো. ফরিদ আহমেদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা ও সদস্য সোহেল শেখসহ অন্যান্যরা।
পরে ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে অপারেশন ম্যানেজার কুমারেশ দাসের হাতে ক্রেস্ট তুলে দেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা মো. ফরিদ আহমেদ মিয়া।