🗓️ তারিখ: ১১ জুলাই ২০২৫
📍 অবস্থান: বোলতলি, মধুমতি নদী, গোপালগঞ্জ সদর
🖋️ প্রতিবেদন: নূর আলম শেখ, গোপালগঞ্জ ।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জে,কে,এম,বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ নৈশ প্রহরী গৌতম গাইন-এর (৪৫) হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ ১১ জুলাই শুক্রবার সকালে গোপালগঞ্জ সদরের বোলতলি এলাকায় মধুমতি নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেয়।
🔍 নিখোঁজের ৩ দিন পর উদ্ধার
জানা গেছে, গত ৯ জুলাই বুধবার রাতে তিনি স্কুলে ডিউটিতে যান, এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে আজ সকালে নদীতে তার মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
👮 পুলিশি পদক্ষেপ
খবর পেয়ে বোলতলি নৌপুলিশ ফাঁড়ি মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ নিহতের বাড়িতে যান এবং সাংবাদিকদের জানান যে, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ জোরালোভাবে তদন্ত শুরু করেছে।
👨👩👧👦 ব্যক্তি পরিচিতি ও পেশাগত জীবন
নিহত গৌতম গাইন মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম গ্রামের বাসিন্দা, পিতা ভবসিন্ধু গাইন।
স্কুলে নৈশ প্রহরীর চাকরির পাশাপাশি তিনি জলিরপাড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
🗣️ এলাকাবাসীর প্রতিক্রিয়া
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এ নির্মম হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
—
📌 আজকের জাগরণ পাঠকদের জানায়, নিহত গৌতম গাইনের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুততম সময়ে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।
Leave a Reply