✍️ প্রতিবেদন: সামছুল আরেফিন মুক্তা, মুকসুদপুর প্রতিনিধি
📍 স্থান: মুকসুদপুর পৌরসভা, গোপালগঞ্জ
🗓️ তারিখ: ৯ জুলাই, ২০২৫ (দিবাগত রাত)
গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘটিত এক সাহসী ঘটনা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে এক ডাকাত আটক হয়ে গণধোলাইয়ের শিকার হন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটেছে মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রভাকরদী পশ্চিম পাড়ায়, স্থানীয় বাসিন্দা উজ্জ্বল শেখের বাড়িতে। জানা যায়, ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৩-৪ জনের একটি ডাকাত দল উজ্জ্বল শেখের বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্র হাতে নিয়ে ডাকাতরা এলোপাতাড়ি কুপাতে থাকে। তখন উজ্জ্বল শেখ বাঁচার জন্য চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শহিদুল ফকির (৪০) নামের একজন ডাকাত ধরা পড়ে যায়। উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। পরে ১০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আটক ডাকাতকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
আটক ডাকাত শহিদুল ফকির মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
✅ উল্লেখযোগ্য:
– উজ্জ্বল শেখ বর্তমানে আশঙ্কামুক্ত, প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
– পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।
📌 জনগণের তৎপরতা এবং সাহসিকতা একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা করল পুরো এলাকা।
Leave a Reply