৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু গোপালগঞ্জে
🗓️ ৯-১৫ জুলাই ২০২৫
🖋️ নূর আলম শেখ, গোপালগঞ্জ
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলার সবুজায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণাঢ্য ও সচেতনতামূলক।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানেই চলছে মেলার মূল আয়োজন।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। এছাড়া বন বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা গাছ লাগানোর উপকারিতা ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে গাছ লাগাতে আগ্রহী হয়।
পৌর পার্কে স্থাপিত মেলায় রয়েছে ২০টি স্টল। এখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় অংশ নিয়েছে স্থানীয় কৃষক, নার্সারি মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পরিবেশ সচেতন সংগঠনগুলো।
মেলা চলবে ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত। আয়োজকদের আশা, এই আয়োজন সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় আরও উদ্বুদ্ধ করবে।
Leave a Reply