📅 তারিখ: ১ জুলাই ২০২৫
📍 স্থান: মুকসুদপুর, গোপালগঞ্জ
✍️ প্রতিবেদন: আজকের জাগরণ প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের “ভালনারেবল ওমেন বেনিফিশিয়ারিজ (VWB)” কর্মসূচির আওতায় উপকারভোগী বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তাসনিম আক্তার।
গণশুনানিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান
উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাস
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া
সাধারণ সম্পাদক কাজী মোাঃ ওহিদুল ইসলাম।
সভায় জানানো হয়, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের ২,২৮৫ জন সুবিধাবঞ্চিত নারীকে মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। প্রকৃত দরিদ্র নারীদের তালিকা তৈরি করে যাচাই-বাছাই শেষে VWB কার্ড বিতরণ করা হবে। এই কর্মসূচি আগামী দুই বছরব্যাপী চলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ধরনের গণশুনানির মাধ্যমে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্ধারণ সম্ভব হবে। পাশাপাশি সাধারণ জনগণের মতামত ও অংশগ্রহণ উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।”
🔹 উদ্দেশ্য: দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
🔹 উপকারভোগী সংখ্যা: ২,২৮৫ জন
🔹 পরিমাণ: প্রতি মাসে ৩০ কেজি করে চাল
🔹 সময়কাল: ২০২৫-২০২৬ অর্থবছর
এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারের এমন উদ্যোগ নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply