তারিখ: ০১ জুলাই ২০২৫
📍 স্থান: প্রেসক্লাব মিলনায়তন, মুকসুদপুর
✍️ প্রতিবেদন: আজকের জাগরণ প্রতিনিধি
মুকসুদপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন
মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুকসুদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহম্মেদ মিয়া।
নবগঠিত কমিটির নেতৃত্বে থাকবেন
মোঃ ছিরু মিয়া (উপজেলা প্রতিনিধি, দৈনিক যায়যায় দিন) — সভাপতি
কাজী মোঃ ওহিদুল ইসলাম (উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ) — সাধারণ সম্পাদক
—
অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ:
সহ-সভাপতি:
মোঃ হাফিজুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন)
কবির হোসেন (দৈনিক সরেজমিন)
মোঃ মাহফুজ হাসান মৃধা (দৈনিক দেশ বুলেটিন)
যুগ্ম সাধারণ সম্পাদক:
মোঃ দেলোয়ার হোসেন মিয়া (দৈনিক আমাদের সময়)
সামচুল আরেফিন (সাপ্তাহিক জাগ্রত জনতা)
হুসাইন আহম্মেদ কবির (দৈনিক ভোরের ডাক)
অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সম্পাদকগণ:
সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাইয়ুম শরীফ (দৈনিক কালের সমাজ)
দপ্তর সম্পাদক: পরেশ বিশ্বাস (দৈনিক কালের কণ্ঠ)
প্রচার সম্পাদক: মোঃ মামুন মোল্লা (দৈনিক ভোরের চেতনা)
ক্রীড়া সম্পাদক: মোঃ বাবুল শেখ (দৈনিক সুদিপ্ত চাঁদপুর)
ধর্ম বিষয়ক সম্পাদক: আবু বক্কর সিদ্দিক (অপারজয় ২৪ ডট কম)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ইসমাইল হোসেন পাপ্পু (দৈনিক ভোরের দর্পণ)
কোষাধক্ষ্য: মোঃ রাজু মিয়া (দৈনিক এশিয়া বাণী)
আইন বিষয়ক সম্পাদক: গোলাম রাব্বি আকাশ (দৈনিক আনন্দ বাজার)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মেহেবুবা হোসেন অন্তু (পাক্ষিক মুকসুদপুর সংবাদ)
—
কার্যকরী সদস্যগণ:
নূর আলম শেখ (প্রকাশক ও সম্পাদক, আজকের জাগরণ)
মোঃ নিয়ামুল ইসলাম (স্টাফ রিপোর্টার, নজরবিডি.কম)
নূর আসাদ মৃধা (দৈনিক বাঙালী সময়)
আশিক উন নুর (দিপু) (দৈনিক জনপদ)
জান্নাতুল ফেরদৌস পাপড়ী (দৈনিক প্রথম সূর্যদয়)
সুমাইয়া নুর প্রভা (দৈনিক বাঙালী খবর)
কামরুল মিয়া (দৈনিক সংবাদ প্রতিদিন)
সোহেল শেখ (দৈনিক বাংলার আকাশ)
—
নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ও পেশাগত সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
—
আজকের জাগরণ পরিবারের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে আন্তরিক শুভকামনা রইল।
Leave a Reply