চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজকের জাগরণ
বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পরিচ্ছন্নতা বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক ‘কীট পরিদর্শন প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম।
তিনি উপস্থিত সদস্যদের ব্যক্তিগত কীট সামগ্রী—পোশাক, সরঞ্জাম ও ব্যবহৃত উপকরণ—নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং সামগ্রিক মান ও শৃঙ্খলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,
> “সরকারি সরঞ্জামাদির যথাযথ ব্যবহার ও পরিচ্ছন্নতা বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। প্রতিটি সদস্যের দায়িত্ব হলো নিজের ইউনিফর্ম ও উপকরণ নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করা।”
অতিরিক্ত পুলিশ সুপার প্রাপ্যতার ভিত্তিতে দ্রুততার সঙ্গে বিভাগীয় পোশাক ভান্ডার থেকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের নির্দেশ দেন। এছাড়া কোনো সমস্যা পরিলক্ষিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করে সমাধানের আহ্বান জানান।
দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বাহিনীর শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের সঙ্গে শালীন আচরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করিয়ে দেন—
> “পুলিশ সদস্যদের পোশাক ও আচরণে সর্বদা পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিফলন থাকা চাই, যা বাহিনীর মর্যাদা ও জনবিশ্বাস বৃদ্ধি করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।
মাসিক এই ‘কীট পরিদর্শন প্যারেড’ এর মাধ্যমে জেলা পুলিশ সদস্যরা ব্যক্তিগত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সরকারি সরঞ্জামাদির সঠিক ব্যবহারে আরও সচেতন হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।