মো: ছিরু মিয়া|জেলা প্ৰতিনিধি, গোপালগঞ্জ | আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মুকসুদপুর কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও উদ্বেগ।
কলেজের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে মোট ১,৫৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৩৬৭ জন, আর ফেল করেছে ১,২১৪ জন। পুরো কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী।
এই ফলাফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষও হতাশা প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের অধ্যয়ন মনোভাব, ক্লাসে উপস্থিতির ঘাটতি, আধুনিক শিক্ষা পদ্ধতির অভাব এবং পর্যাপ্ত অনুশীলনের অভাব এ ফলাফলের পেছনে অন্যতম কারণ হতে পারে।
স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, মুকসুদপুর কলেজ সবসময় ভালো ফলাফল করলেও এ বছর এমন বিপর্যয় অভিভাবকদের হতবাক করেছে। কলেজের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানাতেও অনেকে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে, যারা উত্তীর্ণ হয়েছেন— তাদের প্রতি অভিনন্দন জানিয়ে এবং যারা ব্যর্থ হয়েছেন তাদের হতাশ না হয়ে নতুন করে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন আজকের জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য নূর আলম শেখ।
তিনি বলেন,
> “পরীক্ষা জীবনের শেষ নয়। ব্যর্থতা থেকেই শেখা যায় সফলতার পথ। আমি মুকসুদপুর সরকারি কলেজের সকল ছাত্রছাত্রী— যারা উত্তীর্ণ হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে— সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, তোমরা নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে।”
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কলেজ পর্যায়ে পড়াশোনার মানোন্নয়নে আরও মনোযোগী হওয়া জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার বাড়ালে আগামী বছর ফলাফলে পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
—
📅 পরীক্ষার বছর: ২০২৫
🏫 প্রতিষ্ঠান: সরকারি মুকসুদপুর কলেজ
📊 মোট পরীক্ষার্থী: ১,৫৮১ জন
✅ পাস করেছে: ৩৬৭ জন
❌ ফেল করেছে: ১,২১৪ জন
🏅 জিপিএ-৫ পেয়েছে: ৩ জন