নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।
অদ্য ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. হতে ৬ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সারা দেশের যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (UDC) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনযোগ্য ভাতাসমূহ:
বয়স্ক ভাতা
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
প্রতিবন্ধী ভাতা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি
হিজরা ভাতা
বেদে ভাতা
অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা (কামার, কুমার, নাপিত, ধোপা, ডোম, হাজম, নিকারী, পাটনী ইত্যাদি)
সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের G2P (Government to Person) পদ্ধতিতে এসব ভাতা প্রদান করা হবে। এজন্য আবেদনকারীদের dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অথবা নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
৩। ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর
৪। প্রতিবন্ধীদের ক্ষেত্রে Disability Information System (DIS) কার্ড
আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত
আবেদনের স্থান: সারা দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ওয়েবসাইট: dss.bhata.gov.bd/online-application
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা কার্যক্রম) মোঃ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় প্রশাসনকে যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।