মোঃ ছিরু মিয়া: জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে দেখা গেল এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত। এলাকার ১৪০ জন মানুষ মিলে এক চা বিক্রেতার উদ্যোগে চুরি যাওয়া অটোভ্যানের পরিবর্তে নতুন অটোভ্যান উপহার দিয়েছেন অসহায় এক শ্রমজীবী মানুষকে।
প্রায় দুই সপ্তাহ আগে জোহর নামাজ পড়তে গিয়ে গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ফারাজির (পিতা: আব্দুর জব্বার ফারাজি) অটোভ্যানটি রাস্তা থেকে চুরি হয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে হতাশায় পড়ে যান তিনি।
এমন অবস্থায় তিন রাস্তার মোড়ে চা বিক্রেতা আনোয়ার শেখ বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও প্রবাসীরা এগিয়ে আসেন।
মানবিক সহায়তার এই উদ্যোগে মোট ১৪০ জন অংশগ্রহণ করেন। তাঁদের সহযোগিতায় ৭২ হাজার ৬০০ টাকায় একটি নতুন অটোভ্যান ক্রয় করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সকালে সমাজসেবক মোস্তাফিজুর রহমান সেলিম স্থানীয় যুব সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন অটোভ্যান ও চাবি তুলে দেন আব্দুল লতিফ ফারাজির হাতে।
এ সময় এলাকাবাসীরা বলেন,
“গোপীনাথপুর এমন একটি গ্রাম যেখানে কেউ বিপদে পড়লে সবাই মিলে পাশে দাঁড়ায়। এই ঐক্যই আমাদের মানবতার শক্তি।”