প্লাস মিডিয়ার প্রযোজনায় এবং বর্ণনাথ’র পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘আগাছা’। সমাজে আত্মত্যাগী মানুষকে অবহেলার চোখে দেখার প্রবণতা নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। সরল ও নিঃস্বার্থ চরিত্রে শামীম নিজের অভিনয়ের ভিন্নতর দিক তুলে ধরেছেন, অন্যদিকে সামান্তাও চমৎকার অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন।
কাহিনিতে দেখা যায়, মাসুদ (শামীম) সমাজ ও পরিবারে অমূল্য এক চরিত্র হলেও তাকে ‘আগাছা’ মনে করা হয়। দীর্ঘ সাত বছরের ভালোবাসাও তাকে প্রাপ্য সম্মান দেয় না। পরিবারেও নেই তার কোনো অস্তিত্ব। অথচ অন্যের জন্য নিজেকে উজাড় করে দিলেও প্রতিদান শুধু অবহেলা।
নাটকটি রচনা করেছেন নাট্যকার জায়েদ জুলহাস। সম্প্রতি এটি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।