Update Time :
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.০২ এএম
৬৬৪
Time View
চাল রফতানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
দীর্ঘ ১৪ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এক বিবৃতিতে রফতানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে চালের রফতানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রফতানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।
76
দীর্ঘ ১৪ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এক বিবৃতিতে রফতানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে চালের রফতানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রফতানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।