
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান পদত্যাগ করেছেন। তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।”
জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী লড়েছেন।
ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। ফলে মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করেছে।