গোপালগঞ্জের মুকসুদপুরে তরুণদের আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিং সেবায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জনতা ব্যাংক পিএসসির উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে জনতা ব্যাংক পিএসসির আয়োজনে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে তরুণদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি এবং আর্থিক খাতের সেবাসমূহ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় “তারুণ্যের উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম।
মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসানের সভাপতিত্বে ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহাগ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু জাহিদ, সহকারী মহাব্যবস্থাপক মাহাবুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ গ্রাহক প্রতিনিধি নাসিম শেখ ও সাথী খানম।
বক্তারা তরুণদের আর্থিক খাতে সম্পৃক্ততা, ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ এবং সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন।