
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুন্সির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।