
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মেচনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সাঈদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, সাইদুল ইসলাম মঞ্জু, ডালিম সরদার, শাকাওয়াত হোসেন এবং জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আবির আহম্মেদ মিজু।
কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।