📍 নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরের এক বিয়েবাড়িতে ঘটল এক ব্যতিক্রমধর্মী দৃশ্য। বিয়ের সাজে সুসজ্জিত গাড়ির সামনে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন এক নারী—যিনি এই বিয়ের বরের ভাবী!
তার করুণ আর্তনাদ—
“পাঁচ বছর ধরে তোর জন্য কত কিছু করলাম! আর আজ তুই আমায় ফেলে বউ আনলি?”
এই সংলাপ শুধু উপস্থিত সবাইকে অবাকই করেনি, অনেকের চোখে আনতে বাধ্য করেছে জল!
ঘটনার আসল রসদ ছিল ভাবী-দেবরের আবেগপূর্ণ সম্পর্ক, যা দীর্ঘদিনের হাসি-ঠাট্টা আর দায়িত্ববোধে গড়া। বিয়ের আনন্দের দিনে সেই সম্পর্কের আবেগ উথলে পড়েছে এক নাটকীয় দৃশ্যের মাধ্যমে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অনেকে বলছেন, “এই দৃশ্য যেন বাস্তবতা ও বিনোদনের এক চমৎকার সংমিশ্রণ।” কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, “ভাবীর এমন অভিনয় যেকোনো সিরিয়ালকেও হার মানাবে!”
যাই হোক, দিন শেষে হাসি-মজার মধ্য দিয়েই শেষ হয় এই ঘটনা। ভাবীকে সামলে উঠিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা আবারও শুরু হয় পূর্ণ উদ্দীপনায়।
📸 এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, কেউ বলছেন ‘বাস্তব নাটক’, কেউবা বলছেন ‘আবেগের বহিঃপ্রকাশ’। আপনার মতামত কী?
Leave a Reply