
🕘 প্রকাশ: ১১ জুন ২০২৫,
📍 গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে নদীতে গোসল করতে নেমে মিম আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় সামিয়া আক্তার (১০) নামের আরেকজন কিশোরী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে আত্মীয় বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। অসুস্থ সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তারা দুজন খালাতো বোন।
নিহতের খালু আজগর আলী জানান, দুই খালাতো বোন একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে মিম পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সামিয়াও ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও মিমকে বাঁচানো সম্ভব হয়নি।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, “নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরীর মৃত্যু ও অপর কিশোরীর অসুস্থতার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”