
📍 নোয়াখালী প্রতিনিধি | আজকের জাগরণ
নোয়াখালীতে হৃদয়বিদারক এক ডাবল মার্ডারের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। একজন মা নিজের পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের ছোট মেয়ে ও জামাইকে নির্মমভাবে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। সবকিছু দেখে ফেলার কারণে খুনির হাতে প্রাণ হারায় সেই ছোট মেয়েও। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মাত্র এক দিনের ব্যবধানে মূল অভিযুক্ত নারী ও তার প্রেমিককে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বর্ণনা অনুযায়ী, অভিযুক্ত মহিলা তার পরকীয়া সম্পর্কের কথা জামাই ও মেয়ের কাছে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ভয়ংকর সিদ্ধান্ত নেয়। প্রেমিকের সহায়তায় রাতে নিজ ঘরে ঘুমন্ত মেয়েকে এবং জামাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে নিহতের রক্তাক্ত লাশ দেখে এলাকাবাসী আঁতকে উঠে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় পুলিশ সুপার ও তদন্তকারী দল তৎপর হয়ে ২৪ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেফতার করে।
এই সফল অভিযান ও দ্রুত বিচারিক প্রক্রিয়া শুরুর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। একান্ত সাহসিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার জন্য পুলিশ সদর দফতর থেকে তাকে সম্মানিত করা হয়।
এ ঘটনায় জেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ বিভাগের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
👉 পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’