
নিজস্ব প্রতিবেদক : আজকের জাগরণ
মধুমতি ব্যাংক পিএলসি.-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় শীতার্ত ও প্রান্তিক কৃষকদের শীত নিবারণের লক্ষ্যে ১,০০০ (এক হাজার) টি কম্বল প্রদান করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৫) মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব মোঃ সফিউল আজম আনুষ্ঠানিকভাবে সিও (Socio Economic Health Education Organization—SEHEO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ সামছুল আলম-এর নিকট ১,০০০ পিস কম্বল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার জনাব আরিফ হাসান খান এবং সিও (SEHEO)-এর পরিচালক (অর্থ) জনাব মোঃ মাহফিদুল আলম।
এছাড়াও মধুমতি ব্যাংক পিএলসি. ও সিও (SEHEO)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মধুমতি ব্যাংকের সিএসআর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।