
তারেকুল ইসলামঃ (কুমিল্লা জেলা প্রতিনিধি)- আজকের জাগরণ
কুমিল্লা ৫ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তৎপরতা বেড়েছে। প্রত্যেকেই মাহফিল ও বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত। সকলের মাঝেও ব্যতিক্রম ড. মোবারক হোসাইন।
ড. মোবারক হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি। বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনীত হয়েছেন কুমিল্লা-৫ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে। প্রার্থী ঘোষণার পর থেকে অন্যান্য দলের প্রার্থী অপেক্ষারত ছিলেন নমিনেশন যাচাই বাছাই এর লক্ষ্যে অন্যদিকে ড. মোবারক হোসাইন গত দেড় বছরে ছুটে চলেছেন প্রতিটি পাড়া – মহল্লায়।
গত ১৫ দিন যাবত দেশের আবহাওয়ায় শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হলে সাধারণ মানুষের জীবন যাপন দূর্বিষহ হয়ে উঠে। এরই মাঝে প্রতিনিয়ত ড. মোবারক হোসাইন ছুটে চলেছেন শ্রমিক ও দিন মজুরের দ্বারে দ্বারে।
তিনি জানান, “প্রতিদিন ভোরে শ্রমিক ও দিনমজুরদের সাথে কুশলবিনিময় এর মধ্য দিয়েই বিগত দিন থেকে আমার নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিক ও মেহনতি মানুষের কথা শোনা ও তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টাই আমাদের কাঙ্খিত লক্ষ্য।