
নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
খুলনা জেলার কয়রা থানার উদ্যোগে বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং, বনদস্যুতা ও চোরাকারবার নির্মূলে জেলা পুলিশ খুলনার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভা শেষে পুলিশ সুপার কয়রা থানায় কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. আল-বেরুনী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) জনাব মোঃ আমির হামজা, কয়রা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিপিএম, পিপিএমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।