
নিউজ ডেস্ক | আজকের জাগরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, আসরবাদ মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা, বিএনপির মুকসুদপুর থানার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ মিয়া।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম–এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল এবং সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ, সদস্য নূর আলম শেখ (সম্পাদক ও প্রকাশক – আজকের জাগরণ), মোঃ নিয়ামুল ইসলাম, আশিক উন নূর দিপু, নূর আসাদ মৃধা, কামরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী, সাবেক সেনা কর্মকর্তা এবং হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নূরুল্লাহ।
দোয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।