
তারিকুল ইসলাম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আজকের জাগরণ
বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটি (এনআরইউ)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক জীবন্ত প্রতীক এবং আপোষহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশবাসী তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সংগঠনের সকল সদস্যদের পক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ও শোকসন্তপ্ত সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।ৄ