
আরেফিন মুক্তা:
স্টাফ রিপোর্টার: আজকের জাগরণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর একই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়।
এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং পরে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন।
আসিফ মাহমুদ প্রথমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরে শ্রম মন্ত্রণালয়ও যোগ হয় তার দায়িত্বে। অন্যদিকে, মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরে দায়িত্ব পুনর্বণ্টনে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় পান। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর অর্পিত হয়।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সামনে রেখে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই।
আজ বিকেলে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তবে তিনি কোন দল থেকে বা কোন আসনে নির্বাচন করবেন তা স্পষ্ট করে জানাননি।
উদ্ধৃতি
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচন করব। নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করতে চাই। কোথা থেকে বা কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করব—সেটি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”
পদত্যাগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”