
নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবুল হাছনাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রায়হান ইসলাম সোভন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, আমজাদ হোসেন আমদ, ও মুকসুদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম।
এছাড়া সফল নারী হিসেবে বক্তব্য রাখেন জোসনা মণ্ডল ও মার্থা রত্ন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং সঞ্চালনায় ছিলেন মেহেরুমা তাবাচ্ছুম ছোঁয়া।
এসময় “অদম্য নারী” সম্মাননা প্রদান করা হয়।