
নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ডিসেম্বর সকালে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবুল হাছনাত।বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম সোভন, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো মিজানুর রহমান, এসআই রাসেল খান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন আমোদ,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তরিকুল ইসলাম, সাংবাদিক মেহের মামুন সহ অনেকে।সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জনাব মোঃ নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবর। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন আজ এখানে মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন আছেন তাদের উদ্দেশ্য বলেন বলেন কোন দুর্নীতি মেনে নেওয়া যাবে না কোন দপ্তরে যেন দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন। আয়োজন করেন মুকসুদপুর উপজেলা প্রসাশন।