
স্টাফ রিপোর্টার: আজকের জাগরণ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পথ হারানো অবস্থায় পাওয়া ৩৪ বছর বয়সী আজিজুর এর পরিচয় নিশ্চিত হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন—আজিজুরের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিঘীরপাড় গ্রামে।
গত ০৭-১২-২০২৫ বিকেলে স্থানীয়রা তাকে অসহায় অবস্থায় দেখে নিরাপদে আশ্রয় দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সেখানে দেওয়া নম্বরে (☎️ +880 1772-828716) তার স্বজনরা যোগাযোগ করেন এবং পরিচয় নিশ্চিত করেন।
স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ৪/৫ বছর আগে আজিজুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ এই সময়ে তাকে না পেয়ে পরিবার চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় ছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বজনেরা জানিয়েছেন, দ্রুত তারা কুমিল্লা গিয়ে আজিজুরকে নিয়ে আসবেন।
স্থানীয়দের মানবিক সহযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে একজন পথহারানো মানুষ অবশেষে নিজের পরিবারে ফিরতে যাচ্ছেন—এতে স্বস্তি ফিরে এসেছে সবার মাঝে।
📍 অবস্থান: বাগমারা বাজার, লালমাই উপজেলা, কুমিল্লা
☎️ যোগাযোগ: +880 1772-828716