
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- আজকেৰ জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো)-এর উদ্যোগে বিশেষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ারের বাড়ি প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক, ব্যারিস্টার-অ্যাট-ল (গ্রে’স ইন, যুক্তরাজ্য),
নন-ফিকশন লেখক ও মানবাধিকার সংগঠক
ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ার বলেন—
জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার সুরক্ষা করা জরুরি। শিক্ষা উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ব্যাকডো’র লক্ষ্য।”
তিনি আরও বলেন—
ব্যাকডো’র মাধ্যমে একটি যাকাত ফান্ড গঠন করা হবে। এই ফান্ডের সহায়তায় এলাকার অসহায় ও প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করে তুলবো। আগামী ১০ বছরের মধ্যে গরিব-মিসকিন মানুষদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে। আমাদের লক্ষ্য—এলাকায় যেন কোনো অসহায় বা দরিদ্র মানুষ না থাকে।”
এসময় তিনি সংগঠনের নীতি ও উদ্দেশ্য তুলে ধরে বলেন—
ব্যাকডো একটি অরাজনৈতিক সংগঠন। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া
সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক আজকের জাগরণ ও ১ নং সদস্য মুকসুদপুর প্রেসক্লাব নূরআলম শেখ
এবং স্থানীয় সকল গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন—
শিক্ষক সমাজ জাতি গঠনের অগ্রদূত। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত হলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে।”
আলোচনা শেষে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক কল্যাণে ব্যাকডো’র কর্মপরিধি আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।