
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
তিনি আরও জানান, “বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।