
নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | মুকসুদপুর, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের পদোন্নতি ও বদলির কারণে মঙ্গলবার (১১ নভেম্বর) মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৪তম বিসিএস ক্যাডারের মুহম্মদ কামরুজ্জামান ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল, পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুষার আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।
অনুষ্ঠানে বিদায়ী ডিসিকে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তার পিতা-মাতা।