
ফরিদপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
ফরিদপুরে সংসদীয় আসন চারটি হলেও এবারের ঘোষণায় তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি একটি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
ফরিদপুর-০২, ফরিদপুর-০৩ এবং ফরিদপুর-০৪—এই তিনটি আসনে মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন শামা ওবায়েদ ইসলাম, চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং শহীদুল ইসলাম বাবুল।
ফরিদপুর-০২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। যিনি নিজ এলাকায় জনপ্রিয় নেত্রী হিসাবে সমাদৃত।
ফরিদপুর-০৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। চৌধুরী নায়াব ইউসুফ কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন।
ফরিদপুর-০৪ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রথম পর্যায়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের জনগনের মুখে তার অত্যাধিক জনপ্রিয়তা দেখা গেলোও দলীয় সিদ্ধান্তের কারণে ফরিদপুর-৪ (ভাঙা, সদরপুর, চরভদ্রাসন) আসন থেকে সম্ভাব্য প্রার্থীতা অর্জন করেছেন যেখানেও তিনি অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের অবশিষ্ট একটি আসনের সম্ভাব্য প্রার্থী পরবর্তী ধাপে ঘোষণা করা হবে। ধাপে ধাপে সারাদেশের ৩০০ আসনেই প্রার্থীর নাম প্রকাশ করবে বিএনপি।