
মুকসুদপুর।গোপালগঞ্জ প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া গ্রামে পানিতে ডুবে মাহি আক্তার (১০) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহি আক্তার পাছড়া গ্রামের জুয়েল মুন্সির মেয়ে এবং পাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে মাহি এক বান্ধবীকে নিয়ে বাড়ির পাশে একটি গভীর পুকুরে গোসল করতে নামে। তাদের সঙ্গে ছিল দুটি খালি পানির বোতল। গোসলের একপর্যায়ে একটি বোতল ছুটে গেলে সেটি আনতে গিয়ে মাহি পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বান্ধবী বাড়িতে খবর দিলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাহিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।
অকাল এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট মাহির প্রাণহীন দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
আসুন, শিশুদের সাঁতার শেখাই — যেন আর কোনো মাহিকে হারাতে না হয়।