মোস্তফিজুর রহমাম জয়পুরহাট প্রতিনিধি:
জুলাই সনদে পিআর (প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় জয়পুরহাট শহরের শহীদ আবুল কাশেম ময়দান গেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর ফজলুর রহমান সাইদ। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা জামায়তের আমির ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় দেশের জনআকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।”
বক্তারা বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণরাষ্ট্র উপহার দেবে। কিন্তু বর্তমান প্রশাসনের সব স্তরে একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।”
তারা আরোও বলেন, বিগতে দিনে মহিলা সংসদ সদস্য নির্ধারণ হতো পিআর এর মাধ্যমে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নতুন কিছু নয়।
মানববন্ধন শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।