মোস্তাফিজুর রহমান জয়পুরহাট প্ৰতিনিধি: আজকের জাগরণ
জুলাই জাতীয় সনদের আলোকে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমীর ফজলুর রহমান সাইদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর উপর গণভোট আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৫ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দাবিকে উপেক্ষা করা হলে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন বেগবান করবে।
অন্যান্য বক্তারাও বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। এজন্য ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সমাবেশ শেষে জেলা জামায়াতের প্রতিনিধিদল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক তা গ্রহণ করে বলেন, দাবিপত্রটি যথাযথ প্রক্রিয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলার আমির-সেক্রেটারিগণ, ছাত্র ও শ্রমিক অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।