নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া এলাকায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ড. সাইদুর রহমান লস্কর – ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন ঢাকা থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস ও মেডিসিন, চর্ম ও যৌন রোগ এবং স্ত্রীরোগ বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডা. স্বর্ণা সাহিদ লস্কর, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, এমসিপিএইচ, ডিপিএইচ, ডিজিএফপি, ডিডব্লিউএইচ), লন্ডন প্রবাসী
ডা. ফারিয়া আফরিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ (এমবিবিএস, সিসিডি, এমসিপিএস), ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর
ডা. সানজিদা বিনতে মুনির, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, সিসিডি), ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর
ডা. তাসলিম আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ (এমবিবিএস, সিসিডি, ডিপ্লোমা ইন অবস. অ্যান্ড গাইনো), ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর
ক্যাম্পে সকাল থেকেই এলাকাবাসীর ভিড় দেখা যায়। দিনব্যাপী প্রায় ১৫০ থেকে ২০০ জন রোগী বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিত চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, প্রেসক্রিপশন ও ওষুধ প্রদান করেন।
বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ত্বকজনিত সমস্যা, গর্ভকালীন জটিলতা এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা নিতে আসেন অনেক রোগী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন মানবিক উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। গ্রামের সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে মানসম্মত চিকিৎসা পাওয়ার সুযোগ বিরল— তাই সবাই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখযোগ্য বিষয় হলো, ড. সাইদুর রহমান লস্কর মৃত্যুর পূর্বে এই হাসপাতালটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে দান করে যান, যাতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। তাঁর এই মানবিক অবদানকে স্মরণ করে আয়োজকরা জানান, “ড. সাইদুর রহমান লস্করের স্বপ্ন ছিল গ্রামের মানুষের ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়া— আজকের এই আয়োজন তাঁর সেই স্বপ্নেরই ধারাবাহিকতা।”
ড. সাইদুর রহমান লস্করের বড় কন্যা ডা. স্বর্ণা সাহিদ লস্কর বলেন,
“আমার বাবার স্বপ্ন ছিল এই এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায়। বাবার সেই স্বপ্ন পূরণের অংশ হিসেবে আমি আজকের এই ক্যাম্প আয়োজন করেছি। ইনশাআল্লাহ আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আরও বৃহৎ পরিসরে একটি ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প আয়োজন করবো। আমি আমার বাবার মতোই এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই।”
স্থান: ড. সাইদুর রহমান লস্কর – ইব্রাহিম জেনারেল হাসপাতাল, কেন্দ্রের মোড়, খান্দারপাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ
আয়োজনে: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
দিনশেষে আয়োজক ও চিকিৎসকরা বলেন, “গ্রামীণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব। এই ক্যাম্প তারই একটি ছোট প্রয়াস।”