গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাতীয় শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণ চন্দ্র মণ্ডল। তিনি সরকারি সাবির মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ সাহাদত হোসেন মোল্লা। তিনি আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে কৃষ্ণ চন্দ্র মণ্ডলের নাম ঘোষণা করেন ।
শিক্ষা অফিসার বলেন, “কৃষ্ণ চন্দ্র মণ্ডল একজন নিবেদিতপ্রাণ ও গবেষণামুখী শিক্ষক, যিনি ভৌত বিজ্ঞান বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলেছেন। তাঁর আন্তরিকতা, সৃজনশীল পাঠদান এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান তাঁকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে।”
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কৃষ্ণ চন্দ্র মণ্ডল বলেন,
“এই স্বীকৃতি আমার জন্য এক অনন্য সম্মান। এটি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেবে।”
অনুষ্ঠানের শেষে শিক্ষা খাতে মানোন্নয়ন, শিক্ষক সমাজের উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে নানা প্রস্তাব গৃহীত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।