
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) উপকারভোগীদের মাঝে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সঠিক ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বাটিকামারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। তিনি তার বক্তব্যে বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি ভিডব্লিউবি উপকারভোগীদের উদ্দেশ্যে ভয়ভীতি, প্রলোভন কিংবা গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। তিনি বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের পূর্ণতা অর্জন সম্ভব নয়। নারী ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার নির্বাচনকালীন সময়ে সরকারি দপ্তরগুলোর সমন্বিত ভূমিকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শতাব্দী বিশ্বাস নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদত মাতুব্বরসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা। তারা স্থানীয় পর্যায়ে নির্বাচন বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ভিডব্লিউবি উপকারভোগীদের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রে করণীয় এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক প্রচারণা তাদের মধ্যে নির্বাচন সংক্রান্ত ভয় ও বিভ্রান্তি দূর করতে সহায়ক হচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক এমন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।