
গোপালগঞ্জ প্রতিনিধি : আজকের জাগরণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচন অনুসন্ধান ও বিচার কমিটি (Electoral Enquiry and Adjudication Committee) গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গঠিত এসব কমিটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
গোপালগঞ্জ–০১ (আসন নং ২১৫)
এই আসনের অন্তর্ভুক্ত রয়েছে মুকসুদপুর উপজেলা এবং ব্যতীত কাশিয়ানী উপজেলা: সিঙ্গা, হাতিয়াড়া, পুইশুর, বেথুড়ী, নিজামকান্দি, ওড়াকান্দি ও ফুকরা ইউনিয়নএ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচার কমিটির দায়িত্বে রয়েছেন জনাব মোঃ সালেহ উদ্দীন, সিনিয়র সিভিল জজ, গোপালগঞ্জ।
গোপালগঞ্জ–০২ (আসন নং ২১৬)
এই সংসদীয় আসনে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার কয়েকটি ইউনিয়ন।
নির্বাচন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবেন জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সিভিল জজ, গোপালগঞ্জ।
গোপালগঞ্জ–০৩ (আসন নং ২১৭)
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচার কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন জনাব মোঃ ইয়াসিন আরাফাত, যুগ্ম জেলা ও দায়রা জজ, গোপালগঞ্জ।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কমিটির ভূমিকা
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব কমিটি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রার্থী, রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।