
গোপালগঞ্জ জেলা প্ৰতিনিধি: আজকের জাগরণ ।
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২০) হত্যাকাণ্ডের প্রধান আসামি ও স্বামী রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে র্যাব–৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযানে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি তৈরি হয়েছে। এর আগে ৩০ নভেম্বর সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় ইতি বেগমের মরদেহ। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, এসআই মোবারক হোসেন এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন। স্থানীয়রা জানান, ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এটি একটি নির্মম পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার আগে ২৬ নভেম্বর স্বামী রাসেল শেখ থানায় স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন; কিন্তু চার দিন পর নিজের বাড়ির পাশ থেকেই বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার সাভারে কাজ করার সুবাদে রাসেল ও জামালপুরের ইতি বেগমের পরিচয় হয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। হত্যাকাণ্ডের সময় ইতি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রাসেল শেখকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলাটি অগ্রাধিকারে রেখে তদন্ত চলছে।