
নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে…
রোববার (২১ ডিসেম্বর) উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামে অবস্থিত তাঁর বাড়িতে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র।
ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানো হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
“ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সাব্বির খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের চাচাতো ভাই।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ কারণে এ ঘটনায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।