গোপালগঞ্জের মুকসুদপুরে কন্যাশিশু উদ্ধার: পরিবার সন্ধানে তৎপরতা
Update Time :
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬.০২ পিএম
২৭৯
Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে কন্যাশিশু উদ্ধার: পরিবার সন্ধানে তৎপরতা
গোপালগঞ্জের মুকসুদপুরে কন্যাশিশু উদ্ধার: পরিবার সন্ধানে তৎপরতা
নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর: আজকের জাগরণ । গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাশেরহাট গ্রামে পরিচয়হীন এক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে। উদ্ধার হওয়া শিশুটি নিজের নাম লামিয়া, পিতার নাম কামরুল এবং মামার নাম শহিদ বলে জানিয়েছে। এছাড়া সে কাশিয়ানি উপজেলার মহনাগ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। উদ্ধারের পর শিশুটিকে দাশেরহাট মধ্যপাড়ায় স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদে রাখা হয়েছে। তার প্রকৃত পরিবার ও স্বজনদের খোঁজে স্থানীয়রা এবং প্রশাসন তৎপরতা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুটির স্বজনদের দ্রুত যোগাযোগ করে তাকে শনাক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: +8801315367503
347
নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর: আজকের জাগরণ ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাশেরহাট গ্রামে পরিচয়হীন এক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে।
উদ্ধার হওয়া শিশুটি নিজের নাম লামিয়া, পিতার নাম কামরুল এবং মামার নাম শহিদ বলে জানিয়েছে। এছাড়া সে কাশিয়ানি উপজেলার মহনাগ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।
উদ্ধারের পর শিশুটিকে দাশেরহাট মধ্যপাড়ায় স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদে রাখা হয়েছে। তার প্রকৃত পরিবার ও স্বজনদের খোঁজে স্থানীয়রা এবং প্রশাসন তৎপরতা অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুটির স্বজনদের দ্রুত যোগাযোগ করে তাকে শনাক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: +8801315367503