
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, টুঙ্গিপাড়া সরকারি কলেজ, কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, ভোটকক্ষের পর্যাপ্ততা, ভোটারদের যাতায়াত সুবিধা, নারী ভোটারদের জন্য আলাদা বুথ, প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের সহায়ক ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখেন।
এ সময় তারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচন চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম যেন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জ; উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টুঙ্গিপাড়া; পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপত্তা বাহিনী প্রস্তুত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সবার সহযোগিতায় টুঙ্গিপাড়ায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।