
নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাউলদিয়া (ভুইয়া বাড়ি) গ্রামের বৃষ্টি খানম (২০) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার চুন্নু চৌধুরী ও সাহানাজ চৌধুরীর কন্যা এবং হৃদয় মুন্সীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ০৯ নভেম্বর ২০২৫ ইং (রবিবার) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি থেকে বের হয়ে যান বৃষ্টি খানম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের সময় তার পরনে ছিল লাল-খয়েরি রঙের থ্রিপিস এবং তার গায়ের রং ফর্সা। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাননি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি বৃষ্টি খানমের সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ: ০১৭২৬৬৮৬৬৯১