
অনিক রায়,ফরিদপুর || ৬ অক্টোবর ২০২৫
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
উল্লেখ্য, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুকুর আলী মৃধার ডাংগি এলাকাটি দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙনের কবলে। নদীর ক্রমাগত ভাঙনে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, ফসলি জমি এবং স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে এই জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন,
“পদ্মার ভাঙনে এই এলাকার মানুষ আজ দিশেহারা। ফসলি জমি, ঘরবাড়ি, জীবনের সঞ্চয়—সবই হুমকির মুখে। পাউবোকে ধন্যবাদ জানাই দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করায়। তবে এ ধরনের সংকট নিরসনে দীর্ঘমেয়াদি টেকসই প্রকল্প গ্রহণ জরুরি।”
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন ভয়াবহ রূপ নেয়। এবারও নদী গিলে নিচ্ছে তাদের ভিটেমাটি। সরকারের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও, স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ এলাকায় কয়েক হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীর গতি নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণের কাজ চলবে।পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে আরও কার্যক্রম নেওয়া হবে।