
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হচ্ছে আগামী জাতীয় নির্বাচন।”
মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনীতিবিদদের সহযোগিতা সবার আগে প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যম এবং সর্বোপরি জনগণের সহযোগিতা ছাড়া নির্বাচনের সফলতা সম্ভব নয়।
তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। জালিয়াতির শঙ্কা সম্পর্কে তাদের কাছ থেকে মতামত নিয়েছেন বলেও জানান তিনি।
ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ২১ লাখ ৩০ হাজার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৩৫ লাখ যোগ্য ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখ ব্যবধান কমিয়ে আনা সম্ভব হয়েছে।