
অনিক রায়, ফরিদপুর।
২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং অন্যান্য পদবির পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশের সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,
“জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। জনগণ যেন থানায় এসে ভোগান্তির শিকার না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে, বিশেষ করে চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত তদন্ত ও প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আজম খান, মধুখালী সার্কেল, ফরিদপুরসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।